ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে ভারতের বিবৃতি
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেওয়ার ঘোষণা দেন। বিষয়টিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবের স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ করে। রাতভর হামলার পর বৃহস্পতিবার দিনেও এস্কেভেটর, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি।
ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে বিবৃতি দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন ভেঙে ফেলা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের ওয়েবসাইটে এই বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যারা বাঙালি পরিচয় নিয়ে গর্ব করেন এবং এই পরিচয় লালন করার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামকে মূল্য দেন- তারা সকলেই বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনের গুরুত্ব সম্পর্কে অবগত। আমরা এই ভাঙচুরের তীব্র নিন্দা জানাই।