মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে থাকবেন তারেক রহমান

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে থাকবেন তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মায়ের সঙ্গে কথা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে শিশুটিকে দেখতে যান বিএনপি’র একটি প্রতিনিধিদল। ওই সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা শিশুটির চিকিৎসা ও তার সঙ্গে হওয়া অপরাধের ন্যায়বিচার নিশ্চিতে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবারের অভিযোগ। শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা সংকটময় বলে তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে।

গতকাল দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলামের (নয়ন) মুঠোফোনে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন তারেক রহমান। ফোনালাপে তারেক রহমান শিশু সন্তানের শারীরিক অবস্থা জানতে চান। ফোনে শিশুটির মা তারেক রহমানকে বলেন, তার মেয়ের শরীর ভালো না। রক্ত দেয়া হচ্ছে। এরপর তারেক রহমানকে বলতে শোনা যায়, আমাদের ওখানে যেসব নেতা-কর্মী আছেন, তাদের আমি বলেছি। বিশেষ করে নয়ন আছে, এছাড়া মাগুরায় আমাদের যেসব নেতা-কর্মী আছেন, তাদের বলেছি, তারা (শিশুটির) পাশে থাকবেন, যাতে সে ন্যায়বিচার পায়। শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা যাতে শাস্তি পায়। এজন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো। যাতে দেশের আইন অনুযায়ী আপনারা ন্যায়বিচার পান।

শিশুটির মা’কে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি নয়নকে বলেছি, শিশুটির চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেয়া দরকার, সেগুলো যাতে নেয়া হয়। চিন্তা করবেন না, আমরা আছি, দেশের মানুষ আপনাদের পাশে আছে। এ সময় শিশুটির মা কান্না বিজড়িত কণ্ঠে বলেন, আপনি যদি দেখতেন, আমার ছোট মণিডার সঙ্গে কী করা হইছে। আপনার কাছে আবেদন, আপনি দোয়া করবেন, যাতে আমি আমার মণিডারে ফেরত পাই। যারা এই কাজ করেছে, তাদের যেন শাস্তি হয়। বিএনপি’র প্রতিনিধিদল: শনিবার বিকালে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে গুরুতর আহত শিশুটিকে দেখতে যান- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, রফিকুল ইসলাম ও নিপুণ রায় চৌধুরী। পরে হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সেলিমা রহমান বলেন, শিশুটির ওপর যে অমানবিক নির্যাতনটা হয়েছে, এটা মানব সভ্যতার সবচেয়ে বড় কলঙ্ক। আছিয়ার কি বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার এখন প্রশ্ন তাহলে সরকার কি করছে? আপনারা কি করছেন, একেক বার একেক ঘটনা ঘটছে। সব জাস্টিসের নামে এমন করে লুটপাট হচ্ছে, মানুষকে হেনন্তা করা হচ্ছে, আমরা কি সরকার নাই বলবো। আমরা আশা করেছি, এই সরকারের ওপর। এ সময় অপরাধীদের কঠিন শাস্তির দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *