ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা

ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা  ধর্ষণের বিচারের দাবিতে রাস্তায় চলচ্চিত্র শিল্পীরা

মাগুরায় ৮ বছরের এক শিশু বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকারে বিস্মিত গোটা দেশ। এ ঘনটায় বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। অপরাধীদের শাস্তি চেয়ে সোমবার বিকেলে এফডিসিতে মানববন্ধন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। শিল্পী সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান শিল্পীরা। মিশা সওদাগর বলেন, ‘আমরা সবাই অবগত যে কী হয়েছে? কী ঘটেছে? এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার যে আমরা কী করতে চাই, কী বলতে চাই। ওই চাওয়া-পাওয়ার মাঝখান থেকে আজ আবেগের বহিঃপ্রকাশ। আমরা কী চাই? আমরা চাই শিশু ধর্ষণসহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক।

অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক; যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না, দশবার ভাবে। একইসঙ্গে, প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়।’ শিশু ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *