তিনটি শব্দের কারণে এপিকে নিষিদ্ধ করলো হোয়াইট হাউস

তিনটি শব্দ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ওভাল অফিস এবং এয়ারফোর্স ওয়ানে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি)। শুক্রবার হোয়াইট হাউস থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

কারণ হিসেবে বলা হয়েছে, গত সপ্তাহে এপি’র একজন সাংবাদিক ‘গাল্‌ফ অব মেক্সিকো’- এই তিনটি শব্দ ব্যবহার করেছিলেন। তা আলাদাভাবে নজরে নিয়েছে হোয়াইট হাউস। এখানে উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত মাসে বলেছেন, ‘গাল্‌ফ অব মেক্সিকো’ নাম বদলে ওই সমুদ্রের নতুন নাম যুক্তরাষ্ট্র রাখবে ‘গাল্‌ফ অব আমেরিকা’। সরকারের বিভিন্ন এজেন্সি এই পরিবর্তনকে কার্যকর করেছে। গুগল ম্যাপে গাল্‌ফ অব মেক্সিকো’কে গাল্‌ফ অব আমেরিকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু অন্য কোনো দেশ নতুন এই নামকে স্বীকৃতি দেয়নি। এমনকি মেক্সিকো নাম পরিবর্তনের কারণে গুগলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। যেহেতু বিশ্বজুড়ে এপি’র সেবাগ্রহণকারী আছে, তাই তারা গাল্‌ফ অব মেক্সিকো হিসেবেই ওই জলভাগের নাম ব্যবহার করে যাওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্বের আরও অনেক সংবাদ মাধ্যম একই সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে হোয়াইট হাউস থেকে ইঙ্গিত দেয়া হয় যে, এপি এবং এর রিপোর্টার প্রেসিডেন্সিয়াল ইভেন্টে নিষিদ্ধ হতে পারেন। তবে তাদের ফটোগ্রাফার যোগ দেয়ার অনুমতি পাবেন। হোয়াইট হাউস থেকে শুক্রবার মার-এ-লাগোতে ট্রাম্পের যাওয়ার সামান্য আগে প্রশাসন নিশ্চিত করে যে- ওই সফরে এয়ারফোর্স ওয়ানে যাওয়ার অনুমতি পাবে না এপি। এর কারণ হিসেবে ডেপুটি চিফ অব স্টাফ টেইলর বুদোউইচ এক্সে দেয়া পোস্টে গাল্‌ফ বা উপসাগর নিয়ে বিরোধের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, এ বিষয়ে এপি’র সিদ্ধান্ত শুধুমাত্র বিভক্তি সৃষ্টি করা নয়, একই সঙ্গে ভুল বার্তা ছড়িয়ে দেয়ার জন্য এপি প্রতিশ্রুতিবদ্ধ। সেটাই উন্মোচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *