ভ্যালেন্টাইনে আসিফের মনে কষ্ট ভীষণ……..

তিনদিন পরেই ভালোবাসা দিবস। দিনটিতে প্রিয় মানুষকে ভালোবাসা জ্ঞাপন করেন অনেকেই। একইদিনে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরও হাজির থাকছেন মনে ভীষণ কষ্ট নিয়ে। তবে সেটা ব্যক্তিজীবনে নয়। এবারের ভালোবাসা দিবসে গানে গানে কষ্টের কথা শোনাবেন বাংলা গানের এ যুবরাজ।

জানা গেছে, যে ভালোবাসার মানুষটিকে দেখলে হৃদয় হেসে ওঠে, সেই মানুষটি যখন কাছে টেনে যত্ন করে কাঁদিয়ে চলে যায় তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, ওঠে বৈশাখী ঝড়। চেনা মানুষটির এই অচেনা রূপ মেনে নেওয়া যে কতটা কষ্টের সেই কথাই উঠে এসছে আসিফ আকবরের নতুন এ গানে।

এর কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল ও সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের  সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে দর্শক দেখতে পাবেন আসিফ আকবরের সঙ্গে  মডেল মৌরী মাহদীর রসায়ন।

এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন, এটা বলতে পারি। রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সংগীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে। আশা করছি গানটি শ্রোতাদের ভ্যালেন্টাইন অন্যরকমভাবে রাঙিয়ে তুলবে।

ভালোবাসা দিবস উপলক্ষে ডিএমএসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির ভিডিও। পাশাপাশি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *