ব্যাংক ডাকাতিতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস
যাঁরা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ রোববার প্রধান উপদেষ্টার কাছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘বাংলাদেশের অর্থনীতি: সাম্প্রতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।
সেখানেই প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এ নির্দেশনা দিয়েছেন। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, যাঁরা যাঁরা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাঁদের খুব দ্রুত আইনের আওতায় আনার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তাঁরা যেন আইনের আওতার বাইরে না থাকেন। যে করেই হোক, তাঁদের আইনের আওতায় আনার জন্য তিনি জোর দিয়েছেন।
প্রেস সচিব জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, এস আলমের যত সম্পদ আছে, সব জব্দ করা হয়েছে। মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব সম্পদ দেশের বাইরে চলে গেছে, সেগুলো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে।