ইরানকে নাজেহাল করতে চান ট্রাম্প, প্রথম দফায় নিষেধাজ্ঞা জারি

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। প্রথমদিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে ট্রাম্প একপ্রকার ঝড় তুলেন। এ ছাড়া চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এবার পদক্ষেপ নিলেন ইরানের বিরুদ্ধে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসন প্রথম দফায় ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তেহরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত। মার্কিন ট্রেজারি বিভাগ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। বলা হয়, তারা ইরানের তেলের নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করেছে।

ইরানি ফার্ম, জাহাজ, কোম্পানি ও এসবের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও বাইডেন প্রশাসন আমলেও এসব নিষেধাজ্ঞার আওতায় ছিল। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ইরান সরকার এখনও তেল রাজস্বকে তার পারমাণবিক কর্মসূচির উন্নয়ন,ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মনুষ্যবিহীন আকাশযান তৈরি এবং আঞ্চলিক প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার কাজে ব্যবহার করছে। এই ক্ষতিকারক কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহের জন্য ইরানের যেকোনো প্রচেষ্টাকে আক্রমণাত্মকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ, বলেন বেসেন্ট। ট্রাম্প তার প্রথম মেয়াদেও ইরানের ওপর বহু নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেইসঙ্গে নিয়েছিলেন ইরানের বিরুদ্ধে নানা পদক্ষেপ। আর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *